বিবিসি বাংলাকে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শেখ মুজিব ভিডিও তথ্য চিত্র March 27, 2021July 30, 2021adminLeave a Comment on বিবিসি বাংলাকে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শেখ মুজিব শেখ মুজিবুর রহমান তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। ১৯৭৫ সালের মে মাসে তিনি জ্যামাইকা গিয়েছিলেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে। ফেরার সময় ট্রানজিট ছিল লন্ডনে। হিথ্রো বিমানবন্দরে সেরাজুর রহমানকে এই সাক্ষাৎকারটি দেন তিনি। এটাই ছিল বিবিসি বাংলাকে দেয়া তাঁর শেষ সাক্ষাৎকার। Courtesy: BBC News বাংলা