পিতা তোমার অবদান

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা

মোঃ সরওয়ার হোসেন, সহকারী মহাব্যবস্থাপক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।

  মহাবিশ্বে মহাপরিভ্রমণ শেষে-
 এলে তুমি মা-মাটির এ দেশে,
 মাটি-মানুষে গিয়েছিলে তুমি মিশে;
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  
 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তুমি!
 মর্যাদায় মহান পূণ্য বঙ্গ ভূমি,
 করিবে স্মরণ প্রজন্ম আগামী
 এদেশ স্বাধীন তোমার অবদান।
  
 ক্ষণজন্মা মহানায়ক বিশ্ব জুড়ে
 নিপীড়িতের কথা তোমার কণ্ঠ স্বরে-
 প্রতিধ্বনিত হয় বিশ্ব সভা দরবারে,
 ’জুলিও কুরি’ পদক তার প্রমান।
  
 নহো তুমি মহাগ্রন্থকার,
 রচনা করেছো মহাকাব্য সম্ভার!
 বাঙালী জাতির ললাটে তা ভাস্বর
 পদ্মা-মেঘনা যমুনায় বহমান।
  
 কালজয়ী এক কুলিন স¤্রাট হয়ে
 গিয়েছিলে তুমি মুক্তির গান গেয়ে-
 রক্তগঙ্গা গিয়েছে হেথায় বয়ে,
 এ মাটিতে ঘুমায় লাখো মুক্তি শহীদান।
  
 “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” বলে
 বাঙালীর বুকে মুক্তির প্রদীপ জে¦লে-
 তুমি রয়েছিলে মৃত্যুকূপ জেলে
 তোমার বাঙালী করেছে এদেশ স্বাধীন।
  
 হঠাৎ বঙ্গললাটে কলঙ্ক কালিমা!
 নিথর নি:স্তব্ধ দিগন্ত নীলিমা,
 দুগ্ধপোষ্য শিশু কাঁদে-‘ওগো মা’!
 চারিদিক একি হাহাকার মৃয়মান।
  
 ঘাতকের শত বুলেটে ঝাঁঝড়া-
 হতভাগা জাতির বিদগ্ধ পাঁজড়া,
 এলোমেলো সব হঠাৎ দিশেহারা
 ভূতলে লুটায় শ্রেষ্ঠ বঙ্গ সন্তান।
  
 ঘুমাও তুমি ঘুমাও ওহে মহাবীর
 বাংলার মাটিতে রচিয়ে রক্তনীড়,
 রক্তশয্যা পাতিয়া অতি অধীর-
 জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
  
 তুমি জন্মেছিলে সোনার বাংলাদেশে
 বাংলা-বাঙালীর ওঠেছিল সবে হেসে
 আকাশ মাটিতে গিয়েছিলে তুমি মিশে,
 সালাম পিতা তোমায়, তোমার এ অবদান।
  
 পরতে পরতে তোমার স্মৃতি দীপ্তমান,
 ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *